হোম পেজ
আমাদের সম্পর্কিত

আমাদের সম্পর্কিত তত্ত্ব

*শুদ্ধ বানান, শুদ্ধ ভাষা, বাংলা আমার ভালোবাসা * শুদ্ধ বানান চর্চা ও বাংলা বানানে প্রমিত নিয়ম প্রয়োগে উৎসাহ প্রদান, বাংলা বানান ও শব্দচয়নে ভুল কিংবা যথেচ্ছাচার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, বাংলা ভাষার প্রচার-প্রসার ও সমৃদ্ধায়নের লক্ষ্যে আলোচনা-পর্যালোচনা, গবেষণা ও উপযুক্ত গ্রন্থাদি প্রকাশ এবং লক্ষ্য অর্জনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এ গ্রুপের অন্যতম উদ্দেশ্য। দেশে-বিদেশে অবস্থানরত বাংলাভাষী ছাড়াও যে সকল বিদেশি বাংলা ভাষা শেখার জন্য আগ্রহী, গ্রুপের পক্ষ থেকে তাঁদের বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদান করা হবে। শুদ্ধ বানান চর্চা গোষ্ঠী (শুবাচ)-এর আর একটি উদ্দেশ্য হলো- ড. মোহাম্মদ আমীনের লেখা বিশেষ করে বাংলা বানান ও বাংলা ভাষাবিষয়ক বইসমূহের প্রচার। যাতে তাঁর লেখা ও প্রকাশিত বই এবং বইয়ের বিষয়বস্তু আগ্রহী পাঠকবর্গ জানতে পারেন। শুবাচে আপনাকে স্বাগত।— √ [ পোস্ট দেওয়ার আগে অনুগ্রহপূর্বক ৬ নম্বর অনুচ্ছেদটি দেখে নিন। নীতিমালার বাকি অংশ দেখার জন্য নিচের লিংকে ক্লিক করতে পারেন : ক(৬). স্ট্যাটাস লেখার জন্য অযথা কালার অপশন ব্যবহার করবেন না। সাদা-কালো ক্যানভাসে স্ট্যাটাস লিখবেন। কালার ক্যানভাসে স্ট্যাটাস লিখলে তা অনুমোদন করা হবে না। তবে স্ট্যাটাসের সঙ্গে প্রাসঙ্গিক/ প্রয়োজনীয় ছবি দেওয়া যাবে। কোনো অ্যাডমিন ভুলবশত এরূপ স্ট্যাটাস অনুমোদন করলেও তা পরবর্তীকালে দেখামাত্র মুছে দেওয়া হয়। কোনো বিষয়ে পোস্ট দেওয়ার আগে গ্রুপে অনুসন্ধান করে দেখুন, ওই বিষয়ে আগে পোস্ট দেওয়া হয়েছে কি না। বারবার একই পোস্ট অনুমোদন করা হবে না। যেসব শব্দের অর্থ অভিধান হতে সহজে জানা যায়, সেসব শব্দের অর্থ জানার জন্য শুবাচে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নেই। পোস্ট অনুমোদনে শুবাচ কিছু নিয়ম অনুসরণ করে। বাকি অংশ: https://draminbd.com/শুদ্ধ-বানান-চর্চা-শুবাচ-

Our Concern

PAGE VISITOR: 190600